আজকের দিন কেমন যাবে ?

6th May 2020 ভাগ‍্যচক্র
আজকের দিন কেমন যাবে ?


লন্ডনের ইম্পিরিয়াল কলেজের অধ্যাপক ডেভিড নেবারো হলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত বিশেষ দূত । নেবারোর আশঙ্কা, প্রতিষেধক মিলবেই, একথা আমরা নিশ্চিত করে বলতে পারি না। এমন অনেক ভাইরাস আছে, যাদের কোনও টিকা আজ পর্যন্ত মেলেনি।নেবারোর এই মন্তব্য নিশ্চিতভাবেই দুশ্চিন্তা বাড়াচ্ছে। মন্তব্যের সপক্ষে বেশ কিছু উদাহরণও তুলে ধরেছেন তিনি। এই বিজ্ঞানী বলেন, শুরুর দিকে মনে হয়ে ছিল, এইচআইভি-র টিকা শীঘ্রই মিলবে। কিন্তু প্রায় চার দশকে ৩ কোটি ২০ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে এই ভাইরাস। তা সত্ত্বেও মেলেনি কোনও জীবনদায়ী টিকা। ম্যালেরিয়ার প্রতিষেধক খোঁজার চেষ্টা চলছে আরও আগে থেকে। মেলেনি ডেঙ্গুর কোনও কার্যকরী টিকাও। এইসব উদাহরণ টেনে নেবারো বলছেন, করোনা ভাইরাসকেও নিরন্তর মোকাবিলা করে চলার জন্য তৈরি থাকতে হতে পারে বিশ্বকে।HIV এর টিকা আজও আবিষ্কার হয়নি সেইরকম ভাবে যদি করোনার টীকা আবিস্কার না হয় তবে কি হবে সেটা ভেবেই আতঙ্কিত বিশ্ববাসী।





Others News